উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (ইউআইটিআরসিই), গাবতলী,বগুড়া কার্যালয় ০২ মার্চ, ২০১৬ সালে যাত্রা শুরু করার পর ০৩ (তিন) টি মডিউলে মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পর্যায়ের শিক্ষকবৃন্দকে আইসিটি বিষয়ে প্রশিক্ষন প্রদান করে আসছে।
ইউআইটিআরসিই, আটঘরিয়া,পাবনা কার্যালয়ে ২০২৪-২৫ অর্থবছর পর্যন্ত ৯৪ টি ব্যাচে (প্রতি ব্যাচে ২৪ জন) মোট ২২৫৬ (দুই হাজার দুইশত ছাপ্পান্ন) জন শিক্ষককে আইসিটি বিষয়ে প্রশিক্ষন প্রদান করা হয়েছে। কম্পিউটার হার্ডওয়্যার, নেটওয়ার্ক ও ট্রাবলশুটিং বিষয়ে ০৪ (চার) টি ব্যাচে ৯৬ (ছিয়ানব্বই) জন শিক্ষককে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এই প্রশিক্ষন কার্যক্রমের ফলস্বরুপ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাস কার্যক্রম প্রসার লাভ করেছে এবং শিক্ষকবৃন্দ পেশাগত ও ব্যক্তিগত কাজে তথ্য-প্রযুক্তি ব্যবহারের দক্ষতা অর্জন করছেন।
একই সাথে বার্ষিক শিক্ষা জরিপ, স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন, শিক্ষা প্রতিষ্ঠানের জিআইএস জরিপ, পিএমটি ভ্যালিডেশনসহ ব্যনবেইস এর অন্যান্য রুটিন কার্যক্রম মাঠপর্যায়ের সহায়তায় জোরদার হয়েছে। যার ফলে শিক্ষা পরিসংখ্যান সূদৃঢ় হয়েছে এবং শিক্ষাতথ্য-পরিসংখ্যান সরবরাহ সহজতর হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস